সোমবার, ২৯ মে, ২০১৭

ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যের সংঘর্ষ , নিহত ১।


সোমবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাট পুলিশ ফাঁড়িতে
ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যের সংঘর্ষে আবু হেলাল (৫৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় কনস্টেবল নাইমুলকে গ্রেফতার করা হয়েছে।

 নিহত হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, দুজনের মধ্য ইফতার নিয়ে কথা-কাটাকাটি হয়।
 এরই একপর্যায়ে নাইমুল হেলালকে ধাক্কা দিলে হেলাল সজোরে দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে মহাদেবপুর থানায় নিয়ে আসা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন