সোমবার, ২২ মে, ২০১৭

ব্লগ/ ওয়েব সাইটের মাধ্যমে ইনকাম করুন ।গুগল অ্যাডসেন্স এর বিকল্প মাধ্যম।


আপনার ব্লগ/ওয়েব সাইট আছে? ওয়েব সাইট মনেটাইজেসনের জন্য গুগল অ্যাডসেন্স এর জন্য অপেক্ষা করছেন। আপনার ওয়েব সাইটটি যদি নতুন হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন দ্রুত ইনকাম শুরু  করার জন্য তাহলে আপনি বেছে নিতে পারেন  RevanueHits ।  RevanueHits নতুন্দের জন্য গুগল অ্যাডসেন্স এর বিকল্প হতে পারে।


RevanueHits এর সুবিধা সমূহ ঃ
Instant Approve system.
pay pal  এর মাধ্যমে টাকা ক্যাশ করা।
২০ ডলার হলে ক্যাশ আউট করতে পারবেন।
অ্যাড পেতে অপেক্ষা করতে হয়না । 

অ্যাড প্লেস  করবেন যেভাবে ঃ
১। RevanueHits এই লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন।
২। সাইন আপ হয়ে গেলে  আপনার ওয়েব সাইট ডোমেইন টি ভেরিফাই করুন।
৩। প্লেছমেনট / নিউ প্লেছমেনট ট্যাব ক্লিক করুন।(ডেস্কটপ / মবাইল )
৪। আপনার পছন্দের অ্যাড বেছে নিয়ে সেভ করুন।
৬। মাই প্লেসমেনট  এ দেখতে পাবেন </> সাইন । ক্লিক করে কোড কপি করুন এবং আপনার ওয়েবসাইটের যেখানে দেখতে চান সেখানে পেস্ট করুন। 

** 
এছারাও আপনি বেছে নিতে পারেন Propeller Adds

১০০ ডলার হলে ক্যাশ আউট করতে পারবেন।
Instant Approve system.
সাইন আপ করুন।(পাস ওয়ার্ড  আপনাকে ইমেইল করে পাঠান হবে)

লগ ইন  এর পরে অ্যাড নিউ সাইট  ক্লিক করে আপনার ডোমেইন টি ভেরিফাই করুন।
পরবর্তী স্টেপ ফলো করে অ্যাড কোড কপি করে আপনার সাইট এ পেস্ট করুন।

আরও  ১০ টি অ্যাড  নেট ওয়ার্ক  কোম্পানির  ভিডিও দেখতে ক্লিক করুন ।
10 Add Network Companies for your website.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন