অন লাইনে ইনকামের ৭ উপায়।
দিনদিন অনলাইন ইনকাম বেশ জনপ্রিয় হয়ে উঠছে । আপমি যদি অনলাইনে উপার্জন করতে চান তাহলে
এই লেখাটি আপনার জন্য ।
১। বিজ্ঞাপন দেখে উপার্জন।
এটি অন্যতম একটি সহজ মাধ্যম আপনি চাইলে ঘরে বসে বিজ্ঞাপন দেখার মাধ্যমে ইনকাম করতে পারেন। একটি কোম্পানি
প্রচুর টাকা খরচ করে এই অ্যাডএর পিছনে। তারা অ্যাড দেখার জন্য আপনা কে পে করবে। অনেক ধরনের ওয়েব সাইট আছে
সেখানে আপনি ফ্রি সাইন আপ করে প্রতিদিন কিছু অ্যাড লিঙ্ক ক্লিক করে উপার্জন করতে পারেন।
এই কাজগুলো করতে আপনাকে দিনে ১০-১৫ মিনিট সময় দিতে হবে। আপনি যত সময় দিবেন তত ইনকাম করতে পারবেন।
নিচে কিছু এধরনের ওয়েব সাইটের নাম দেয়া হল।
# NeoBux.
NeoBux এ সাইন আপ করে প্রতি দিন অ্যাড দেখে ইনকাম করতে পারেন।
NeoBux এ সাইন আপ করার জন্য এখানে ক্লিক করুন ।
# ClixSense
* ClixSense এ সাইন আপ করুন।
*ইমেইল ভ্যালিডেশন করুন।
* লগ ইন করুন এবং আপনার প্রফাইল পুরন করুন।
# BuxP
# BuxP হল পুরন একটা পি টি সি সাইট । ২০০৮ সাল থেকে এটি চলে আসছে। আপনি এখান থেকে অ্যাড ক্লিক করে
ইউটিউব ভিডিও দেখে, ইনকাম করতে পারবেন। এছারাও আর বিভিন্ন দিক রয়েছে ইনকাম করার জন্য।
২। ওয়েব সাইট / ব্লগের মাধ্যমে ।
এটি একটি অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। একটি ব্লগ তিরি করুন । কিছু পোস্ট আপলোড করুন।
এর পর আপনি আপনার ব্লগ এ অ্যাড প্লেসমেনট করে ইনকাম করতে পারেন।
কিছু অ্যাড কোম্পানি হল গুগল অ্যাডসেন্সে , https://www.revenuehits.com/, https://propellerads.com/
আপনি এ সব নেট ওয়ার্ক কোম্পানির মাধ্যমে অ্যাড পেতে পারেন এবং ইনকাম করতে পারেন।
৩. এফেলিয়েট মার্কেটিং
এটি হচ্ছে একটি প্রোডাক্ট প্রমটিং সিস্টেম । বিভিন্ন পপুলার সাইটের প্রোডাক্ট প্রমটিং করে আপনি প্রতি সেল এর জন্য ৪% থেকে ১৫% পর্যন্ত ইনকাম করতে পারেন।
কিছু পপুলার সাইট যেমনঃ অ্যামাজন , ইবে , ফ্লিপ কার্ট , স্নাপ ডেয়াল ।
৪. অনলাইনে ছবি বিক্রি
ছবি তোলা আপনার শখ হতে পারে এই শখকে আপনি ইনকামে বদলে দিতে পারেন আপনার হাতে থাকা স্মার্ট ফোন এর মাধ্যমে।
আপনি তুলতে পারেন বিভিন্ন ধরনের ছবি যেমনঃ প্রকৃতির ছবি, পশুপাখির ছবি, বাস্তব জীবনের ছবি বা জায়গার ছবি
এ সব ছবি বিক্রি করতে পারেন PhotoBucket, Shutterstock, iStock etc.এসব ওয়েব
সাইটে ।
৫. ইউটিউব চ্যানেল থেকে উপার্জন
ইউ টিউব হচ্ছে সবচে বড় ভিডিও শেয়ারিং মাধ্যম ।আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে ইনকাম
করতে পারেন। আপনি কিছু ভিডিও তৈরি করুন এবং আপলোড করুন আপনার ইউটিউব চ্যানেলে । আপনার ভিডিও তে
যখন ১০ হাজার ভিউ হবে তখন আপনি ইউটিউব পার্টনার প্রগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গৃহীত হলে
আপনার ভিডিও তে অ্যাড প্লেস করা হবে তার পর থেকে ভিডিও দেখলেই আপনার ইনকাম হতে থাকবে।
৬. ওয়েব ডিজাইন
যদি আপানার ওয়েব ডিজাইন সম্পর্কে কোন ধারনা থাকে তবে আপনি আপনার ইনকাম শুরু করতে পারেন এখানেই।
আপনি অনলাইনে অর্ডার নিয়ে কাজ করে আপনি আপনার উপার্জন শুরু করতে পারেন।
৭। এস ই ও
এটি অন্য তম একটি পপুলার অনলাইন বিজনেজ। যদি আপনার এস ই ও সম্পর্কে ধারনা থাকে তাহলে আপনার অনলাইন
ইনকামে ভয়ের কোন কারন নেই।
কারন কোম্পানি হাজার হাজার ডলার খরচ কতে তাদের ওয়েব সাইতকে গুগল সার্চ এর প্রথন কাতারে রাখতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন