আবারও বারমুডা ট্রায়াঙ্গেলে পাইলট সহ ৩ যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে একটি বিমান। বিমানটিতে ছিলেন জেনিফার ব্লুমিন নামের আমেরিকার এক ব্যবসায়ী ও তার তিন , চার বসরের ২ সন্তান ।
গত সোমবার পুয়ের্তো রিকো থেকে ফ্লোরিডার উদ্দেসে রওনা দেন জেনিফার ব্লুমিন। বেশকিছু সময় পর বিমানটি রাডার থেকে হাড়িয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ।
মিয়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উড়োজাহাজের সর্বশেষ অবস্থান ছিল বাহামা থেকে ৩৭ মাইল পূর্বে, সমুদ্র থেকে২৪ হাজার ফুট উঁচুতে। এটির গতিবেগ ছিল ৩০০ নটিক্যাল মাইল।
আটলান্টিক মহাসাগরে প্রায় ৪ লাখ ৪০ হাজার মাইল এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই রহস্য ঘেরা বারমুডা ট্রায়াঙ্গেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন