প্রযুক্তি



অন লাইনে ইনকামের ৭ উপায়।


দিনদিন  অনলাইন ইনকাম বেশ জনপ্রিয় হয়ে উঠছে । আপমি যদি অনলাইনে উপার্জন করতে চান তাহলে 
এই লেখাটি আপনার জন্য । 

১। বিজ্ঞাপন দেখে উপার্জন। 

এটি অন্যতম একটি সহজ মাধ্যম আপনি চাইলে ঘরে বসে বিজ্ঞাপন দেখার মাধ্যমে ইনকাম করতে পারেন। একটি কোম্পানি 
প্রচুর টাকা খরচ করে এই অ্যাডএর পিছনে। তারা অ্যাড দেখার জন্য আপনা কে পে করবে। অনেক ধরনের ওয়েব সাইট আছে 
সেখানে আপনি ফ্রি সাইন আপ করে প্রতিদিন কিছু অ্যাড লিঙ্ক ক্লিক করে উপার্জন করতে পারেন।

এই কাজগুলো করতে আপনাকে দিনে ১০-১৫ মিনিট সময় দিতে হবে। আপনি যত সময় দিবেন তত ইনকাম করতে পারবেন।
নিচে কিছু এধরনের ওয়েব সাইটের নাম দেয়া হল।

# NeoBux.

NeoBux এ সাইন আপ করে প্রতি দিন অ্যাড দেখে ইনকাম করতে পারেন। 

NeoBux এ সাইন আপ করার জন্য এখানে ক্লিক করুন । 

# ClixSense

* ClixSense এ সাইন আপ করুন।
*ইমেইল ভ্যালিডেশন করুন।
 * লগ ইন করুন এবং আপনার প্রফাইল পুরন করুন।

# BuxP


# BuxP হল পুরন একটা পি টি সি সাইট । ২০০৮ সাল  থেকে এটি চলে আসছে। আপনি এখান থেকে অ্যাড ক্লিক করে 
ইউটিউব ভিডিও দেখে, ইনকাম করতে পারবেন। এছারাও আর বিভিন্ন দিক রয়েছে ইনকাম করার জন্য।

২। ওয়েব সাইট / ব্লগের মাধ্যমে ।


এটি একটি অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। একটি ব্লগ তিরি করুন । কিছু পোস্ট আপলোড করুন। 
এর পর আপনি আপনার ব্লগ এ অ্যাড প্লেসমেনট করে ইনকাম করতে পারেন।
কিছু অ্যাড কোম্পানি হল  গুগল অ্যাডসেন্সে , https://www.revenuehits.com/, https://propellerads.com/
আপনি এ সব নেট ওয়ার্ক কোম্পানির মাধ্যমে অ্যাড পেতে পারেন এবং ইনকাম করতে পারেন।

৩. এফেলিয়েট মার্কেটিং 

এটি হচ্ছে একটি প্রোডাক্ট প্রমটিং সিস্টেম । বিভিন্ন পপুলার সাইটের প্রোডাক্ট প্রমটিং করে আপনি প্রতি সেল এর জন্য ৪% থেকে ১৫% পর্যন্ত ইনকাম করতে পারেন।
কিছু পপুলার সাইট যেমনঃ অ্যামাজন , ইবে , ফ্লিপ কার্ট , স্নাপ ডেয়াল ।

৪. অনলাইনে ছবি বিক্রি  

ছবি তোলা আপনার শখ হতে পারে এই শখকে আপনি ইনকামে বদলে দিতে পারেন আপনার হাতে থাকা স্মার্ট ফোন এর মাধ্যমে।
আপনি তুলতে পারেন বিভিন্ন ধরনের ছবি যেমনঃ প্রকৃতির ছবি, পশুপাখির ছবি, বাস্তব জীবনের ছবি বা জায়গার ছবি 
এ সব ছবি বিক্রি করতে পারেন PhotoBucket, Shutterstock, iStock etc.এসব ওয়েব 
সাইটে ।

৫. ইউটিউব চ্যানেল থেকে উপার্জন  


ইউ টিউব হচ্ছে সবচে বড় ভিডিও শেয়ারিং মাধ্যম ।আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে ইনকাম 
করতে পারেন। আপনি কিছু ভিডিও তৈরি করুন এবং আপলোড করুন আপনার ইউটিউব চ্যানেলে । আপনার ভিডিও তে 
যখন ১০ হাজার ভিউ হবে তখন আপনি ইউটিউব পার্টনার প্রগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গৃহীত হলে 
আপনার ভিডিও তে অ্যাড প্লেস করা হবে তার পর থেকে ভিডিও দেখলেই আপনার ইনকাম হতে থাকবে।

৬. ওয়েব ডিজাইন

যদি আপানার ওয়েব ডিজাইন সম্পর্কে কোন ধারনা থাকে তবে আপনি আপনার ইনকাম শুরু করতে পারেন এখানেই।   
আপনি অনলাইনে অর্ডার নিয়ে কাজ করে আপনি আপনার উপার্জন শুরু করতে  পারেন।

৭। এস  ই ও 


এটি অন্য তম একটি পপুলার অনলাইন বিজনেজ। যদি আপনার এস ই ও সম্পর্কে ধারনা থাকে তাহলে আপনার অনলাইন
ইনকামে ভয়ের কোন কারন নেই। 
কারন কোম্পানি হাজার হাজার ডলার খরচ কতে তাদের ওয়েব সাইতকে গুগল সার্চ এর প্রথন কাতারে রাখতে। 
















আপনার ব্লগ/ওয়েব সাইট আছে? ওয়েব সাইট মনেটাইজেসনের জন্য গুগল অ্যাডসেন্স এর জন্য অপেক্ষা করছেন। আপনার ওয়েব সাইটটি যদি নতুন হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন দ্রুত ইনকাম শুরু  করার জন্য তাহলে আপনি বেছে নিতে পারেন  RevanueHits ।  RevanueHits নতুন্দের জন্য গুগল অ্যাডসেন্স এর বিকল্প হতে পারে।


RevanueHits এর সুবিধা সমূহ ঃ
Instant Approve system.
pay pal  এর মাধ্যমে টাকা ক্যাশ করা।
২০ ডলার হলে ক্যাশ আউট করতে পারবেন।
অ্যাড পেতে অপেক্ষা করতে হয়না । 

অ্যাড প্লেস  করবেন যেভাবে ঃ
১। RevanueHits এই লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন।
২। সাইন আপ হয়ে গেলে  আপনার ওয়েব সাইট ডোমেইন টি ভেরিফাই করুন।
৩। প্লেছমেনট / নিউ প্লেছমেনট ট্যাব ক্লিক করুন।(ডেস্কটপ / মবাইল )
৪। আপনার পছন্দের অ্যাড বেছে নিয়ে সেভ করুন।
৬। মাই প্লেসমেনট  এ দেখতে পাবেন </> সাইন । ক্লিক করে কোড কপি করুন এবং আপনার ওয়েবসাইটের যেখানে দেখতে চান সেখানে পেস্ট করুন। 

** 
এছারাও আপনি বেছে নিতে পারেন Propeller Adds

১০০ ডলার হলে ক্যাশ আউট করতে পারবেন।
Instant Approve system.
সাইন আপ করুন।(পাস ওয়ার্ড  আপনাকে ইমেইল করে পাঠান হবে)

লগ ইন  এর পরে অ্যাড নিউ সাইট  ক্লিক করে আপনার ডোমেইন টি ভেরিফাই করুন।
পরবর্তী স্টেপ ফলো করে অ্যাড কোড কপি করে আপনার সাইট এ পেস্ট করুন।

আরও  ১০ টি অ্যাড  নেট ওয়ার্ক  কোম্পানির  ভিডিও দেখতে ক্লিক করুন ।
10 Add Network Companies for your website.


ওয়েব ডিজাইন , ডেভেলপমেন্টের টুকিটাকি ও প্রোগ্রামিং পেশা।

পার্ট ১ঃ 




এই অত্যাধুনিক যুগে যদি আপনি পেশা হিসেবে বেছে নিয়ে থাকেন প্রোগ্রামিং , তবে আপনি ভুল করেননি। বর্তমান বিশ্বে একজন ভাল  প্রোগ্রামারের চাহিদা অনেক।একারনেই গুগল, ফেসবুকের মত বড় বড় কোম্পানি একজন দক্ষ প্রোগ্রামার খুজে বের করতে  বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে নজর রাখে।

কিছুদিন আগে আমার সাক্ষাৎ হয়েছিল কে,এল সফটওয়্যার লিমিটেডের সি,ই,ও মিঃ তোকোদা সানের (জাপানিজ) সাথে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম , আপনার কোম্পানি তে কি ধরনের প্রোগ্রামার হায়ার করেন।

তিনি উত্তর দিলেন PHP, MySQL জানতে হবে (তার কোম্পানি তে  PHP, MySQL ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়)।
আমি আবার জিজ্ঞেস করলাম আর কি কি লাগে। তিনি আবার উত্তর দিলেন PHP, MySQL জানতে হবে।
আবার জানতে চাইলাম  শিক্ষাগত যোগ্যতা (certificate) এর কথা , তিনি বললেন আমার কাছে রেকুয়ারমেনট হচ্ছে PHP,
অতএব দক্ষতা  বাড়াতে হবে। আপনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন না কেন সে লাঙ্গুগুয়াজের উপর ভাল দক্ষতা থাকতে হবে।
ওয়েব ডেভেলপমেন্টে মুলত দুইটি ভাগ  ১- Front End   ২- Back End ।

 একজন  ভাল ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে বেশ কিছু টেকনলজির উপর দক্ষতা অর্জন করতে হবে।

যেমনঃ 
Front End এর জন্য    HTML ( Hyper Text Markup Language), CSS (Cascading Style Sheet ), JavaScript.

Back End এর জন্য  PHP ( Hypertext Preprocessor  ), MySQL (My Structured Query Language ) ।


Front End  হচ্ছে  browser side  Technology , আর  Back End   হচ্ছে Server Side Technology ।

এর মানে হচ্ছে HTML ( Hyper Text Markup Language), CSS (Cascading Style Sheet ), JavaScript browser এ কাজ করে ।
অপরদিকে

 PHP ( Hypertext Preprocessor  ), MySQL (My Structured Query Language )  Server  এ কাজ করে ।

আপনি যদি শুধু  Front End এ কাজ করতে চান তবে আপনাকে শিখতে হবে Front End  Technology । জেমনঃ
ওয়েব ডিজাইন , অ্যাপ ডিজাইন এর মত কাজ।

 আর যদি Back End এ কাজ করতে চান তাহলে আপনাকে শিখতে হবে  Back End Technology । যেমনঃ
Database এ data storing, updating, deleting etc.

আমি শুধু বেসিক ধারণা দেয়ার চেষ্টা করেছি।
(চলবে)...





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন