সোমবার, ২৯ মে, ২০১৭

ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যের সংঘর্ষ , নিহত ১।


সোমবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাট পুলিশ ফাঁড়িতে
ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যের সংঘর্ষে আবু হেলাল (৫৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় কনস্টেবল নাইমুলকে গ্রেফতার করা হয়েছে।

 নিহত হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, দুজনের মধ্য ইফতার নিয়ে কথা-কাটাকাটি হয়।
 এরই একপর্যায়ে নাইমুল হেলালকে ধাক্কা দিলে হেলাল সজোরে দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে মহাদেবপুর থানায় নিয়ে আসা হয়েছে।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ‘চিকুনগুনিয়া’ রোগে আক্রান্ত।



চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ‘চিকুনগুনিয়া’ রোগে আক্রান্ত হয়েছেন।
রবিবার দুপুরের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
 শরীরে জ্বরের উপস্থিতিতিও পাওয়া যায়। অসুস্থতার কারণে কথাও বলতে পারছিল না।
পরীক্ষা করে দেখা যায় এটা চিকুনগুনিয়া রোগ।মিমের মা ছবি সাহা  বলেন, মিম কলকাতা থেকে ফেরার পরেও ভালো ছিল। হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল।
এখন ওকে পুরো বিশ্রামে রাখা হয়েছে। আপাতত ফুল বেডরেস্ট, তিনদিন পর কিছু ব্লাড টেস্ট করতে হবে বলেও তিনি জানান।

সম্পূর্ণ বিশ্রাম আর চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ দেন ডাক্তার।

সম্প্রতি বিদ্যা সিনহা মিম সৃজিত মুখার্জির পরিচালনায় ‘ইয়েতি অভিযান’ ছবির প্রথম লটের কাজ শেষ করে দেশে ফেরেন। ফিরেই ‘চিকুনগুনিয়া’
 রোগে আক্রান্ত হলেন।

আগামী ডিসেম্বরে দেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু স্যাটেলাইট ১' উৎক্ষেপণ করা হবে।

আগামী ডিসেম্বরে দেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু স্যাটেলাইট ১' উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।পাশাপাশি তিনি বলেছেন, উৎক্ষেপণের বিষয়টি অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভর করছে।

ফ্রান্সে এই স্যাটেলাইটটি তৈরি হচ্ছে। ইতিমধ্যে এটি তৈরি হয়ে গেছে।এখন এর পরীক্ষা-নিরীক্ষা চলছে।
সফলভাবে এই উপগ্রহ মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।

তবে উৎক্ষেপণের ক্ষেত্রে আবহাওয়ার বিষয়টি উল্লেখ করে তারানা হালিম বলেন, 'আবহাওয়া যদি অনুকূলে না থাকে,
তাহলে সেটা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেও উৎক্ষেপণ করা হতে পারে। '

মহাকাশে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট।
এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও
কাজাখস্তানের কিছু অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই স্যাটেলাইট দিয়ে সেবা দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন।

আমেরিকার রণতরী আসছে উত্তর কোরিয়ার দিকে।


এবার তৃতীয় এয়ারক্রাফট কেরিয়ার উত্তর কোরিয়ার উপকূলে পৌঁছনোর নির্দেশ দিল পেন্টাগন।
পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজকে মোতায়েন করা নির্দেশ দিয়েছে আমেরিকা।
 কোরীয় উপদ্বীপের কাছে মোতায়েন দুই মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে যোগ দেওয়ার জন্য নিমিৎজকে মোতায়েন করা হবে।
 পিয়ংইয়ংয়ের সঙ্গে যখন টানাপড়েন তুঙ্গে তখন ওই এলাকায় মোতায়েন হচ্ছে আরো একটি মার্কিন বিমানবাহী রণতরী।
এক অঞ্চলে একই সঙ্গে মার্কিন তিন বিমানবাহী রণতরী মোতায়েনের ঘটনা খুবই বিরল বলে মার্কিন সংবাদ সূত্রে জানা যাচ্ছে।
পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক সামরিক তৎপরতার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ায় হয়তো আঘাত হানার নির্দেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সম্প্রতি এক সপ্তাহে দুই দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

বুধবার, ২৪ মে, ২০১৭

হাত ধরতে দিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।



ইসরাইল সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাত ধরতে দিলেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 
ইসরাইল পৌঁছে বিমান থেকে নামার পর লাল গালিচার ওপর দিয়ে হেঁটে আসতে আসতে পাশে থাকা স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মেলানিয়া ট্রাম্প তার হাত না ধরে সরিয়ে দেন।

রোববারের ট্রাম্প-মেলানিয়ার বিব্রতকর এ মুহূর্ত নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
 ভিডিওতে দেখা যায়, মেলানিয়ার এ আচরণে ট্রাম্প কিছুটা থতমত।
 মেলানিয়া কেন এমন করলেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত টুইটার ব্যবহারকারীরা।

একজনের টুইট, হতে পারে ট্রাম্পের আচরণে মেলানিয়া দুঃখ পেয়েছেন। 
কারণ, বিমান থেকে নামার পর ফার্স্ট লেডির সঙ্গে নয়, সামনে সামনে হাঁটছিলেন ট্রাম্প। 
যেন স্ত্রীর কথা ভুলেই গেছেন। এমনকি গাড়ি থেকে নেমে ফার্স্ট লেডির জন্য অপেক্ষাও করেননি। 


গণমাধ্যমের সামনে এমন আচরণ করায় মেলানিয়ার প্রশংসাও হচ্ছে।
 টুইটার ব্যবহারকারীরা বলছেন, ট্রাম্পকে তিনি উচিত শিক্ষা দিয়েছেন। তার কোনো ভণ্ডামি নেই। 
টুইটারের কয়েকজন ব্যবহারকারী বলছেন, বিমান থেকে নামার পর ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর পাশে পাশে হাঁটছিলেন। 
ফার্স্ট লেডি মেলানিয়া কিছুটা পেছনে ছিলেন। এতেও রাগ হতে পারে তার।

মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

আফগানিস্তানে বোমা হামলায় ৩ জন নিহত ।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয়
 প্রদেশ কান্দাহারে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।  এ বিস্ফোরণে  তিন বেসামরিক
লোক নিহত ও অপর চার জন আহত হয়েছে ।
 আফগান সরকার এ ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছে।
প্রাদেশিক গভর্ণরের মুখপাত্র শামীম খাপালওয়াক বার্তা সংস্থা সিনহুয়াকে
 জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টায়  এই বিস্ফোরণ ঘটে।
কান্দাহার নগরীর প্রাদেশিক রাজধানীর পশ্চিমে অবস্থিত ওই জেলার একটি হাসপাতালে হতাহতদের পাঠানো হয়।

বিনিয়োগ ছাড়া অনলাইন ইনকামের ৭ উপায় ।


অন লাইনে ইনকামের ৭ উপায়।


দিনদিন  অনলাইন ইনকাম বেশ জনপ্রিয় হয়ে উঠছে । আপমি যদি অনলাইনে উপার্জন করতে চান তাহলে 
এই লেখাটি আপনার জন্য । 

১। বিজ্ঞাপন দেখে উপার্জন। 

এটি অন্যতম একটি সহজ মাধ্যম আপনি চাইলে ঘরে বসে বিজ্ঞাপন দেখার মাধ্যমে ইনকাম করতে পারেন। একটি কোম্পানি 
প্রচুর টাকা খরচ করে এই অ্যাডএর পিছনে। তারা অ্যাড দেখার জন্য আপনা কে পে করবে। অনেক ধরনের ওয়েব সাইট আছে 
সেখানে আপনি ফ্রি সাইন আপ করে প্রতিদিন কিছু অ্যাড লিঙ্ক ক্লিক করে উপার্জন করতে পারেন।

এই কাজগুলো করতে আপনাকে দিনে ১০-১৫ মিনিট সময় দিতে হবে। আপনি যত সময় দিবেন তত ইনকাম করতে পারবেন।
নিচে কিছু এধরনের ওয়েব সাইটের নাম দেয়া হল।

# NeoBux.

NeoBux এ সাইন আপ করে প্রতি দিন অ্যাড দেখে ইনকাম করতে পারেন। 

NeoBux এ সাইন আপ করার জন্য এখানে ক্লিক করুন । 

# ClixSense

* ClixSense এ সাইন আপ করুন।
*ইমেইল ভ্যালিডেশন করুন।
 * লগ ইন করুন এবং আপনার প্রফাইল পুরন করুন।

# BuxP


# BuxP হল পুরন একটা পি টি সি সাইট । ২০০৮ সাল  থেকে এটি চলে আসছে। আপনি এখান থেকে অ্যাড ক্লিক করে 
ইউটিউব ভিডিও দেখে, ইনকাম করতে পারবেন। এছারাও আর বিভিন্ন দিক রয়েছে ইনকাম করার জন্য।

২। ওয়েব সাইট / ব্লগের মাধ্যমে ।


এটি একটি অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। একটি ব্লগ তিরি করুন । কিছু পোস্ট আপলোড করুন। 
এর পর আপনি আপনার ব্লগ এ অ্যাড প্লেসমেনট করে ইনকাম করতে পারেন।
কিছু অ্যাড কোম্পানি হল  গুগল অ্যাডসেন্সে , https://www.revenuehits.com/, https://propellerads.com/
আপনি এ সব নেট ওয়ার্ক কোম্পানির মাধ্যমে অ্যাড পেতে পারেন এবং ইনকাম করতে পারেন।

৩. এফেলিয়েট মার্কেটিং 

এটি হচ্ছে একটি প্রোডাক্ট প্রমটিং সিস্টেম । বিভিন্ন পপুলার সাইটের প্রোডাক্ট প্রমটিং করে আপনি প্রতি সেল এর জন্য ৪% থেকে ১৫% পর্যন্ত ইনকাম করতে পারেন।
কিছু পপুলার সাইট যেমনঃ অ্যামাজন , ইবে , ফ্লিপ কার্ট , স্নাপ ডেয়াল ।

৪. অনলাইনে ছবি বিক্রি  

ছবি তোলা আপনার শখ হতে পারে এই শখকে আপনি ইনকামে বদলে দিতে পারেন আপনার হাতে থাকা স্মার্ট ফোন এর মাধ্যমে।
আপনি তুলতে পারেন বিভিন্ন ধরনের ছবি যেমনঃ প্রকৃতির ছবি, পশুপাখির ছবি, বাস্তব জীবনের ছবি বা জায়গার ছবি 
এ সব ছবি বিক্রি করতে পারেন PhotoBucket, Shutterstock, iStock etc.এসব ওয়েব 
সাইটে ।

৫. ইউটিউব চ্যানেল থেকে উপার্জন  


ইউ টিউব হচ্ছে সবচে বড় ভিডিও শেয়ারিং মাধ্যম ।আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে ইনকাম 
করতে পারেন। আপনি কিছু ভিডিও তৈরি করুন এবং আপলোড করুন আপনার ইউটিউব চ্যানেলে । আপনার ভিডিও তে 
যখন ১০ হাজার ভিউ হবে তখন আপনি ইউটিউব পার্টনার প্রগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গৃহীত হলে 
আপনার ভিডিও তে অ্যাড প্লেস করা হবে তার পর থেকে ভিডিও দেখলেই আপনার ইনকাম হতে থাকবে।

৬. ওয়েব ডিজাইন

যদি আপানার ওয়েব ডিজাইন সম্পর্কে কোন ধারনা থাকে তবে আপনি আপনার ইনকাম শুরু করতে পারেন এখানেই।   
আপনি অনলাইনে অর্ডার নিয়ে কাজ করে আপনি আপনার উপার্জন শুরু করতে  পারেন।

৭। এস  ই ও 


এটি অন্য তম একটি পপুলার অনলাইন বিজনেজ। যদি আপনার এস ই ও সম্পর্কে ধারনা থাকে তাহলে আপনার অনলাইন
ইনকামে ভয়ের কোন কারন নেই। 
কারন কোম্পানি হাজার হাজার ডলার খরচ কতে তাদের ওয়েব সাইতকে গুগল সার্চ এর প্রথন কাতারে রাখতে। 








সোমবার, ২২ মে, ২০১৭

ব্লগ/ ওয়েব সাইটের মাধ্যমে ইনকাম করুন ।গুগল অ্যাডসেন্স এর বিকল্প মাধ্যম।


আপনার ব্লগ/ওয়েব সাইট আছে? ওয়েব সাইট মনেটাইজেসনের জন্য গুগল অ্যাডসেন্স এর জন্য অপেক্ষা করছেন। আপনার ওয়েব সাইটটি যদি নতুন হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন দ্রুত ইনকাম শুরু  করার জন্য তাহলে আপনি বেছে নিতে পারেন  RevanueHits ।  RevanueHits নতুন্দের জন্য গুগল অ্যাডসেন্স এর বিকল্প হতে পারে।


RevanueHits এর সুবিধা সমূহ ঃ
Instant Approve system.
pay pal  এর মাধ্যমে টাকা ক্যাশ করা।
২০ ডলার হলে ক্যাশ আউট করতে পারবেন।
অ্যাড পেতে অপেক্ষা করতে হয়না । 

অ্যাড প্লেস  করবেন যেভাবে ঃ
১। RevanueHits এই লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন।
২। সাইন আপ হয়ে গেলে  আপনার ওয়েব সাইট ডোমেইন টি ভেরিফাই করুন।
৩। প্লেছমেনট / নিউ প্লেছমেনট ট্যাব ক্লিক করুন।(ডেস্কটপ / মবাইল )
৪। আপনার পছন্দের অ্যাড বেছে নিয়ে সেভ করুন।
৬। মাই প্লেসমেনট  এ দেখতে পাবেন </> সাইন । ক্লিক করে কোড কপি করুন এবং আপনার ওয়েবসাইটের যেখানে দেখতে চান সেখানে পেস্ট করুন। 

** 
এছারাও আপনি বেছে নিতে পারেন Propeller Adds

১০০ ডলার হলে ক্যাশ আউট করতে পারবেন।
Instant Approve system.
সাইন আপ করুন।(পাস ওয়ার্ড  আপনাকে ইমেইল করে পাঠান হবে)

লগ ইন  এর পরে অ্যাড নিউ সাইট  ক্লিক করে আপনার ডোমেইন টি ভেরিফাই করুন।
পরবর্তী স্টেপ ফলো করে অ্যাড কোড কপি করে আপনার সাইট এ পেস্ট করুন।

আরও  ১০ টি অ্যাড  নেট ওয়ার্ক  কোম্পানির  ভিডিও দেখতে ক্লিক করুন ।
10 Add Network Companies for your website.



শনিবার, ২০ মে, ২০১৭

ওয়েব ডিজাইন , ডেভেলপমেন্টের টুকিটাকি ও প্রোগ্রামিং পেশা।

পার্ট ১ঃ 



এই অত্যাধুনিক যুগে যদি আপনি পেশা হিসেবে বেছে নিয়ে থাকেন প্রোগ্রামিং , তবে আপনি ভুল করেননি। বর্তমান বিশ্বে একজন ভাল  প্রোগ্রামারের চাহিদা অনেক।একারনেই গুগল, ফেসবুকের মত বড় বড় কোম্পানি একজন দক্ষ প্রোগ্রামার খুজে বের করতে  বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে নজর রাখে।

কিছুদিন আগে আমার সাক্ষাৎ হয়েছিল কে,এল সফটওয়্যার লিমিটেডের সি,ই,ও মিঃ তোকোদা সানের (জাপানিজ) সাথে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম , আপনার কোম্পানি তে কি ধরনের প্রোগ্রামার হায়ার করেন।

তিনি উত্তর দিলেন PHP, MySQL জানতে হবে (তার কোম্পানি তে  PHP, MySQL ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়)।
আমি আবার জিজ্ঞেস করলাম আর কি কি লাগে। তিনি আবার উত্তর দিলেন PHP, MySQL জানতে হবে।
আবার জানতে চাইলাম  শিক্ষাগত যোগ্যতা (certificate) এর কথা , তিনি বললেন আমার কাছে রেকুয়ারমেনট হচ্ছে PHP,
অতএব দক্ষতা  বাড়াতে হবে। আপনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন না কেন সে লাঙ্গুগুয়াজের উপর ভাল দক্ষতা থাকতে হবে।
ওয়েব ডেভেলপমেন্টে মুলত দুইটি ভাগ  ১- Front End   ২- Back End ।

 একজন  ভাল ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে বেশ কিছু টেকনলজির উপর দক্ষতা অর্জন করতে হবে।

যেমনঃ 
Front End এর জন্য    HTML ( Hyper Text Markup Language), CSS (Cascading Style Sheet ), JavaScript.

Back End এর জন্য  PHP ( Hypertext Preprocessor  ), MySQL (My Structured Query Language ) ।


Front End  হচ্ছে  browser side  Technology , আর  Back End   হচ্ছে Server Side Technology ।

এর মানে হচ্ছে HTML ( Hyper Text Markup Language), CSS (Cascading Style Sheet ), JavaScript browser এ কাজ করে ।
অপরদিকে

 PHP ( Hypertext Preprocessor  ), MySQL (My Structured Query Language )  Server  এ কাজ করে ।

আপনি যদি শুধু  Front End এ কাজ করতে চান তবে আপনাকে শিখতে হবে Front End  Technology । জেমনঃ
ওয়েব ডিজাইন , অ্যাপ ডিজাইন এর মত কাজ।

 আর যদি Back End এ কাজ করতে চান তাহলে আপনাকে শিখতে হবে  Back End Technology । যেমনঃ
Database এ data storing, updating, deleting etc.

আমি শুধু বেসিক ধারণা দেয়ার চেষ্টা করেছি।
(চলবে)...





বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭

আবারও বারমুডা ট্রায়াঙ্গেলে বিমান নিখোঁজ ।


আবারও বারমুডা ট্রায়াঙ্গেলে পাইলট সহ ৩ যাত্রী  নিয়ে নিখোঁজ হয়েছে একটি বিমান। বিমানটিতে ছিলেন জেনিফার ব্লুমিন নামের আমেরিকার এক ব্যবসায়ী ও তার তিন , চার বসরের ২ সন্তান ।

গত সোমবার পুয়ের্তো রিকো থেকে ফ্লোরিডার  উদ্দেসে রওনা দেন  জেনিফার ব্লুমিন। বেশকিছু সময় পর বিমানটি রাডার থেকে হাড়িয়ে যায়  নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ।


মিয়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উড়োজাহাজের সর্বশেষ অবস্থান ছিল বাহামা থেকে ৩৭ মাইল পূর্বে, সমুদ্র থেকে২৪ হাজার ফুট উঁচুতে। এটির গতিবেগ ছিল ৩০০ নটিক্যাল মাইল।

আটলান্টিক মহাসাগরে প্রায় ৪ লাখ ৪০ হাজার মাইল এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই রহস্য ঘেরা বারমুডা ট্রায়াঙ্গেল।

কাতারে ক্রেন দুর্ঘটনায় ৭ বাংলাদেশি আহত।

কাতারের রাজধানী দোহায় এক ক্রেন দুর্ঘটনায় ৭ বাংলাদেশি আহত হয়েছে। ১৬ মে মঙ্গল বার সকালে এ ঘটনা ঘটে । অপরদিকে ২৫০ বাংলাদেশি হতাহত হবার খবর গুজব বলে নিশ্চিত করেছে কাতারস্থ বাংলাদেশ দুতাবাস।

আহত ৭ জনের মধ্যে ৩ জনকে প্রথমিক চিকিৎসা দেয়ার পরে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছে।


৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে । তারা হল নাইজেরিয়া , নেপাল, মিশরের নাগরিক।  

বুধবার, ১৭ মে, ২০১৭

মুশফিকুর রহীমের বাবার বিরুদ্ধে হত্যা মামলা।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের বাবার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ করেছেন  এমদাদুল হক নামের এক আইনজীবী ।
তিনি অভিযোগ দায়ের করেছেন , তার কিশোর ছেলে মাসুদ ফেরদৌস কে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পারিবারিক শত্রুতার জের ধরে  ১৩ মে তার  ছেলেকে  ডেকে নিয়ে বেধম প্রহার করে , আর তাতেই কিশোর ছেলেটির মৃত্যু হয়।
মুশফিকুর রহীমের বাবাকে প্রধান আসামী করে মোট ১৬ জন কে অভিযুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

হাজার হাজার লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে কারাগারে।

সিরিয়ার একটি সামরিক কারাগারে হত্যার পর পুড়িয়ে ফেলা হচ্ছে বন্দীদের লাশ , এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র ।
মার্কিন কূটনীতিবিদ স্টুয়ার্ট জোনস বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে সিরিয়ার কর্তৃপক্ষ বন্দী হত্যার প্রমাণ সরিয়ে ফেলবার জন্য এই ক্রিমেটোরিয়াম স্থাপন করেছিল।নতুন এই অভিযোগের বিপরীতে সিরিয়া সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি । জানা যায় ৫ বসরে নিহত বন্দীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে ।যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের কাছে এর প্রমাণ আছে । প্রমাণের  পক্ষে  স্যাটেলাইট থেকে তোলা ছবি প্রকাশ করা হয়েছে । 

বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

বোতলের বাড়ি ।

লালমনিরহাটের বোতলে তৈরি আলিশান বাড়ি দেখলে মাথা ঘুরে যাবে আপনার। লালমনিরহাটের কালীগঞ্জের নওদাবাস গ্রামে ফেলনা ও পরিত্যক্ত বোতল দিয়ে পরিবেশ বান্ধব খুব সুন্দর একটি বাড়ি তৈরি করছেন রাশেদুল আলম ও আসমা খাতুন দম্পতি। রাশেদুল আলম পরিবেশবিজ্ঞানে মাষ্টার্স করা। তাই তিনি ইন্টারনেট ঘেটে সুন্দর ডিজাইনের একটি বাড়ি চয়েজ করেন এবং সেভাবেই তার বাড়ি নির্মান করছেন। বাড়ি নির্মাণের জন্য বোতলে বালু ভরা হচ্ছে। তারপর বালু সিমেন্ট দিয়ে গাথছেন রাজমিস্ত্রি।