বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

দেখে নিন আজকের সর্বশেষ টাকার রেট।


যুক্তরাষ্ট্র>ডলার=84.52 টাকা। 
  ইউরো = 92.48 টাকা।
১। ভারত>রুপি = 1.19 টাকা। 
২। মালদ্বীপ >রুপিয়া= 5.48 টাকা।
৩। মালেশিয়া> রিঙ্গিত=20.17 টাকা।
৪। সিঙ্গাপুর >ডলার=61.29 টাকা।
৫। থাইল্যান্ড> বাথ=2.76 টাকা।
৬। ব্রুনাই>ডলার=62.57 টাকা।
৭। চীন >উয়ান=11.85 টাকা।
৮। জাপান >ইয়েন=0.78 টাকা।
৯। দক্ষিণ কোরিয়া> ওয়োন=0.070 টাকা।
১০। বাহরাইন >দিনার=224.19 টাকা।
১১। ইরাক >দিনার=0.071 টাকা।
১২। জর্ডান >দিনার=119.20 টাকা।
১৩। কুয়েত >দিনার=278.02 টাকা।
১৪। লেবানন >পাউন্ড=0.056 টাকা।
১৫। ওমান >ওমানি রিয়াল= 219.50 টাকা।
১৬। কাতার >রিয়াল=23.21 টাকা।
১৭। সৌদি আরব >রিয়াল=22.53 টাকা।
১৮। ইয়েমেন >রিয়াল=0.34 টাকা।
১৯। সংযুক্ত আরব আমিরাত>দিরহাম=23.01 টাকা।
২০। তুরস্ক >লিরা=14.90 টাকা।

★ইউরোপ মহাদেশ

২১। পোলান্ড >জোলটি=21.10 টাকা।
২২। রুমানিয়া >লিউ =19.48 টাকা।
২৩। ইংল্যান্ড >পাউন্ড=104.43 টাকা।
২৪। রাশিয়া >রুবল=1.32 টাকা।

★আফ্রিকা মহাদেশ

২৫। মিশর> মিশরীয় পাউন্ড=5.19 টাকা।
২৬। লিবিয়া> লিবিয়া =59.73 টাকা।
২৭। দক্ষিণ আফ্রিকা >রান্ড=5.64 টাকা।

★ আমেরিকা মহাদেশ

২৮। কানাডা> ডলার=63.71 টাকা।
২৯। ব্রাজিল>রিয়েল=20.38 টাকা।

★ওশেনিয়া মহাদেশ 

৩০। অস্ট্রেলিয়া >ডলার=57.05 টাকা।
৩১। নিউজিল্যান্ড>ডলার=53.00 টাকা।
৩২। ফিজি >ডলার =38.74 টাকা।

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

দেখে নিন আজকের সর্বশেষ টাকার রেট।





 যুক্তরাষ্ট্র>ডলার=84.49 টাকা।
  ইউরো = 93.22

১। ভারত>রুপি = 1.19 টাকা।
২। মালদ্বীপ >রুপিয়া= 5.47
৩। মালেশিয়া> রিঙ্গিত=20.19
৪। সিঙ্গাপুর >ডলার=61.42
৫। থাইল্যান্ড> বাথ=2.77
৬। ব্রুনাই>ডলার=62.56
৭। চীন >উয়ান=11.92
৮। জাপান >ইয়েন=0.78
৯। দক্ষিণ কোরিয়া> ওয়োন=0.071
১০। বাহরাইন >দিনার=224.09
১১। ইরাক >দিনার=0.071
১২। জর্ডান >দিনার=119.17
১৩। কুয়েত >দিনার=277.84
১৪। লেবানন >পাউন্ড=0.056
১৫। ওমান >ওমানি রিয়াল= 219.45
১৬। কাতার >রিয়াল=23.21
১৭। সৌদি আরব >রিয়াল=22.53
১৮। ইয়েমেন >রিয়াল=0.34
১৯। সংযুক্ত আরব আমিরাত>দিরহাম=23.00
২০। তুরস্ক >লিরা=14.90

★ইউরোপ মহাদেশ

২১। পোলান্ড >জোলটি=21.48
২২। রুমানিয়া >লিউ =19.66
২৩। ইংল্যান্ড >পাউন্ড=105.44
২৪। রাশিয়া >রুবল=1.31

★আফ্রিকা মহাদেশ

২৫। মিশর> মিশরীয় পাউন্ড=5.17
২৬। লিবিয়া> লিবিয়া =60.14
২৭। দক্ষিণ আফ্রিকা >রান্ড=5.75

★ আমেরিকা মহাদেশ

২৮। কানাডা> ডলার=63.57
২৯। ব্রাজিল>রিয়েল=20.58

★ওশেনিয়া মহাদেশ

৩০। অস্ট্রেলিয়া >ডলার=57.71
৩১। নিউজিল্যান্ড>ডলার=53.38
৩২। ফিজি >ডলার =38.66

বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

বিদেশ থেকে কি পরিমাণ জিনিস প্রবাসীরা সাথে আনতে পারবেন ।




১. মদ/মদ জাতীয় পানীয় : বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিকদের জন্য মদ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। আনলে কাস্টমস তা আটক করবে। বিদেশী পাসপোর্টধারী নাগরিক হলে ১ লিটার পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত মদ বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাওয়ার সম্ভাবনা নাই।



২. সিগারেট : ১ কার্টন (২০০ শলাকা) পর্যন্ত সিগারেট শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত সিগারেট বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাওয়ার সম্ভাবনা নাই।



৩. মোবাইল ফোন : ২ টি শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। ৩-৫ টি পর্যন্ত শুল্ক-করাদি (প্রায় ৩৫%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত মোবাইল ফোন Adjudication প্রক্রিয়ায় BTRC দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।



৪. ল্যাপটপ : ১ টি শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। ২ টি পর্যন্ত শুল্ক-করাদি (প্রায় ২০%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত ল্যাপটপ পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় CCI&E দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।



৫. স্বর্ণ বার : ১ গ্রাম আনলেও শুল্ক-করাদি (প্রতি ১১.৬৭ গ্রাম এর জন্য ৩,০০০ টাকা) পরিশোধ করতে হবে। এভাবে ২০০ গ্রাম পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত স্বর্ণ বার পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় CCI&E দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।



৬. স্বর্ণালংকার : ১০০ গ্রাম পর্যন্ত (এক প্রকারের অলংকার ১২ টির অধিক হবে না) শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে অতিরিক্ত প্রতি গ্রাম এর জন্য প্রায় ১,৫০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত স্বর্ণালংকার পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় CCI&E দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।





৭. টেলিভিশন : ২১” পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। ২২”-২৯” হলে ১০,০০০ টাকা, ৩০”-৩৬” হলে ১৫,০০০ টাকা, ৩৭”-৪২” হলে ২০,০০০ টাকা, ৪৩”-৪৬” হলে ৩০,০০০ টাকা, ৪৭”-৫২” হলে ৫০,০০০ টাকা, ৫৩” এর বেশি হলে ৭০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।



৮. নতুন শাড়ী/অন্যান্য কাপড়/কসমেটিক্স : ব্যাক্তিগত বিবেচনায় কয়েকটি পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। আরও কয়েকটি শুল্ক-করাদি (প্রায় ১৬০%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে বাণিজ্যিক বিবেচনায় কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত পণ্য পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় CCI&E দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।



৯. ওষুধ : জরুরী বিবেচনায় প্রেসক্রিপশন দেখিয়ে কিছুটা আনতে পারবেন। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত ওষুধ পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় DGDA দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।



১০. বৈদেশিক মুদ্রা : বিদেশে যাওয়ার সময় পাসপোর্টে এনডোরস [বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ক্ষেত্র ব্যাতিত] ব্যাতিত কোন বৈদেশিক মুদ্রা সাথে নিতে পারবেন না। তবে বাংলাদেশী মুদ্রায় ৫,০০০ টাকা পাসপোর্টে এনডোরস ছাড়াই সাথে নিতে পারবেন। সাধারণত প্রতি বার ভ্রমনে ৫,০০০ ডলার পর্যন্ত এনডোরস করিয়ে নেওয়া যায়। এনডোরস ব্যাতিত বৈদেশিক মুদ্রা সাথে নিলে কাস্টমস আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আর মুদ্রা পাচার বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে। বিদেশ থেকে ফেরার সময় ইচ্ছেমত বৈদেশিক মুদ্রা আনতে পারবেন। তবে ৫,০০০ ডলার/সমমান এর বেশি বৈদেশিক মুদ্রা আনলে অবশ্যই কাস্টমস এর নিকট FMJ ফরম-এ ঘোষণা প্রদান করতে হবে।



* সাময়িক আটক : শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে খালাসযোগ্য পণ্যের ক্ষেত্রে তাৎক্ষনিক শুল্ক-করাদি পরিশোধ করার মত টাকা সাথে না থাকলেও ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে কাস্টমস তা সাময়িকভাবে আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। সাময়িকভাবে আটককৃত পণ্য ২১ দিনের মধ্যে যথাযথ শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

** এ-ফরম (তফসিল-১ ফরম) ঘোষণা : বিদেশ থেকে আসার আগে কার্গোতে ব্যাক্তিগত মালামাল বুকিং দিয়ে আসলে বাংলাদেশে নেমেই/৭ দিনের মধ্যে এয়ারপোর্ট কাস্টমস এর নিকট এয়ারওয়ে বিল এবং পাসপোর্টসহ উপস্থিত হয়ে নির্ধারিত “এ-ফরম” পূরণ করে মালামাল এর ঘোষণা প্রদান করবেন। অনুমোদিত “এ-ফরম” এর কপি নিয়ে মালামাল আসার পর শুল্ক-করাদি (প্রযোজ্য ক্ষেত্রে) পরিশোধ সাপেক্ষে এয়ারফ্রেইট ইউনিট থেকে মালামাল নিতে পারেন।

*** অপরিচিত ব্যাক্তি এবং ব্যাগেজ-কে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ। তাই না জেনে অন্য কারো দেওয়া মালামাল বহন করবেন না।

**** গোপন সংবাদদাতার পুরস্কার : স্বর্ণ/বৈদেশিক মুদ্রা/মাদক দ্রব্য/আগ্নেয়াস্ত্র/পুরাকীর্তি/বন্য প্রাণি/রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচিত বস্তু ইত্যাদি সহ আমদানি-রপ্তানী নিষিদ্ধ যে কোন পণ্যের চোরাচালান সম্পর্কে এয়ারপোর্ট কাস্টমস-কে তথ্য দিন, সেই সাথে গোপন সংবাদদাতা হিসেবে জিতুন আকর্ষনীয় আর্থিক পুরস্কার ও সম্মাননা। আপনার পরিচয় সংক্রান্ত গোপনীয়তা রক্ষা করা কাস্টমস এর ঐতিহ্য।

সূত্রঃ ইন্টার্নেট

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

দেখে নিন আজকের টাকার রেটঃ


 যুক্তরাষ্ট্র>ডলার=84.52 টাকা। 
  ইউরো = 93.01 টাকা।
১। ভারত>রুপি = 1.18 টাকা। 
২। মালদ্বীপ >রুপিয়া= 5.47 টাকা।
৩। মালেশিয়া> রিঙ্গিত=20.24 টাকা।
৪। সিঙ্গাপুর >ডলার=61.45 টাকা।
৫। থাইল্যান্ড> বাথ=2.77 টাকা।
৬। ব্রুনাই>ডলার=62.57 টাকা।
৭। চীন >উয়ান=11.96 টাকা।
৮। জাপান >ইয়েন=0.78 টাকা।
৯। দক্ষিণ কোরিয়া> ওয়োন=0.071 টাকা।
১০। বাহরাইন >দিনার=224.17 টাকা।
১১। ইরাক >দিনার=0.071 টাকা।
১২। জর্ডান >দিনার=119.22 টাকা।
১৩। কুয়েত >দিনার=277.97 টাকা।
১৪। লেবানন >পাউন্ড=0.056 টাকা।
১৫। ওমান >ওমানি রিয়াল= 219.54 টাকা।
১৬। কাতার >রিয়াল=23.21 টাকা।
১৭। সৌদি আরব >রিয়াল=22.53 টাকা।
১৮। ইয়েমেন >রিয়াল=0.34 টাকা।
১৯। সংযুক্ত আরব আমিরাত>দিরহাম=23.01 টাকা।
২০। তুরস্ক >লিরা=14.75 টাকা।

★ইউরোপ মহাদেশ

২১। পোলান্ড >জোলটি=21.47 টাকা।
২২। রুমানিয়া >লিউ =19.65 টাকা।
২৩। ইংল্যান্ড >পাউন্ড=105.02 টাকা।
২৪। রাশিয়া >রুবল=1.32 টাকা।

★আফ্রিকা মহাদেশ

২৫। মিশর> মিশরীয় পাউন্ড=5.16 টাকা।
২৬। লিবিয়া> লিবিয়া =59.95 টাকা।
২৭। দক্ষিণ আফ্রিকা >রান্ড=5.76 টাকা।

★ আমেরিকা মহাদেশ

২৮। কানাডা> ডলার=63.82 টাকা।
২৯। ব্রাজিল>রিয়েল=20.72 টাকা।

★ওশেনিয়া মহাদেশ 

৩০। অস্ট্রেলিয়া >ডলার=58.03 টাকা।
৩১। নিউজিল্যান্ড>ডলার=53.64 টাকা।
৩২। ফিজি >ডলার =38.65 টাকা।